Takey Olpo Kachhe Dakchhi- Lyrics - তাকে অল্প কাছে ডাকছি -লিরিক্স

 

Takey Olpo Kachhe Dakchhi- Lyrics  |Prem Tame |Mahtim Shakib |Soumya, Susmita,Sweta |Shibabrata |Anindya |SVF


তাকে অল্প কাছে ডাকছি

আর আগলে আগলে রাখছি,

তবু অল্পেই হারাচ্ছি আবার।

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি

আর ছুঁয়েই পালাচ্ছি,

ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।

 

অভিমান পিছু নাম

তাকে পিছু ফেরাও ,

তার কানে না যায় পিছু ডাক আমার

মুখ বুজেই তাকে ডাকছি আবার।

 

তাকে অল্প কাছে ডাকছি

আর আগলে আগলে রাখছি,

তবু অল্পেই হারাচ্ছি আবার।

 

ফাঁকা বুক, চেনা সুখ

জানি ঘুম সে ভাঙাবেই,

ভেজা মন, বলি শোন

রাতভোর জাগতে নেই।

 

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার

তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।

 

তাকে আলতো গায়ে মাখছি

আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,

তবু মুঠো আলগা রাখছি আবার।

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি

আর ছুঁয়েই পালাচ্ছি,

ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।


Credits : Singer : Mahtim Shakib Music and Lyric : Shibabrata Biswas Track Produced & Designed by Subhadeep Mitra Acoustic Guitar & Electric Guitars - Apaai Prochotosh Bhowmik Bass Guitar, Additional Guitars & Melodica - Subhadeep Mitra Mixing & Mastering - Subhadeep Mitra at OpenReel Studios


Post a Comment

0 Comments